পৃথক বরাকে সমর্থন নেই রাজনৈতিক দলগুলোর

< 1 - মিনিট |

তাহলে বরাকের উন্নয়নে এরা সোচ্চার হচ্ছেন না কেন প্রশ্ন হারাণ বাবুর

প্রকৃতি নিউজ কনসার্ন

শিলচর : একটি সংবাদ পত্রে “” পৃথক বরাকে কংগ্রেস -বিজেপির সমর্থন নেই। সমর্থন নেই জাতীয় বাদী দের।” “শীর্ষক প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে বিশিষ্ট নাগরিক ও প্রবীণ সাংবাদিক হারাণ দে প্রতি ক্রিয়া ব্যক্ত করেছেন । এই মর্মে তিনি সাংবাদিকদের বলেন যে তাহলে অবহেলিত বরাকের উন্নয়নে এরা সোচ্চার হয় না কেন ? এই যে কংগ্রেস আমলে বরাক থেকে রাজ্য সভার আসনটি কাটা হলো -বিজেপি আমলেও তা দেওয়া হচ্ছে না কেন? তিনি প্রশ্ন তোলেন। বরাক উপত্যকাকে বঞ্চনা করার ক্ষেত্রে সব দলের মনোভাব এক বলে হারাণ বাবু মন্তব্য করেন।

দুই বছর আগে সামাজিক সংগঠন ড শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদের পক্ষ থেকে বরাক পৃথক নাহলে একটি অর্থনৈতিক উন্নয়ন পরিষদ গঠনের জন্য মূখ্য মন্ত্রীর কাছে যে স্মারক লিপি দেওয়া হয়েছিল – তাও রূপায়ণ হচ্ছে না কেন। তাই এবিষয়ে রাজনৈতিক দল গুলোকে সরব হবার আহ্বান জানান হারাণ বাবু।

KRC TIMES | Promotional

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *